শরীয়তপুরের গোসাইরহাটে কৃষাণ-কৃষাণীদের নিয়ে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত
গোসাইরহাটে কৃষাণ-কৃষাণীদের নিয়ে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত


নয়ন দাস,শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ২০২২-২৩ অর্থবছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফ্রেজ/ প্রজেক্ট (এনএটিপি-২)-এর আওতায় সিআইজি কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১১টায় গোসাইরহাট উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই সভা অনুষ্টিত হয়।
গোসাইরহাট উপজেলা কৃষি অফিসার মোঃ শাহাবুদ্দিন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র কর্মকার এর যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. রবীআহ নূর আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকসহ কৃষাণ কৃষাণী প্রমুখ।
এসময় সভায় বক্তারা বলেন, সিআইজি কংগ্রেস সংগঠিত হয় ২০১০ সালে। সংগঠনের মাধ্যমে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাতের বিস্তার ঘটেছে, বিভিন্ন আধুনিক প্রযুক্তির বিস্তার ঘটেছে। জৈব বালাইনাশক এর ব্যবহার শুরু হয়েছে। সেচ সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। নিরাপদ ফল ও সবজির উৎপাদন শুরু হয়েছে।