মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
সাহাদাত ওয়াশিম, কালকিনি প্রতিনিধি ঃ
মাদারীপুরের ডাসার উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শশিকর কলেজের সভাপতির দায়িত্ব অনুষ্ঠানিক ভাবে গ্রহণ করলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান বেপারী।https://bbsnews24.com
বৃহস্পতিবার ২১ নভেম্বর সকাল ১১ টায় মহাবিদ্যালয়ের অধ্যাক্ষের কক্ষে উক্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গত ৩ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে প্রজ্ঞাপন জারি করে বিএনপি নেতা মিজানুর রহমান বেপারীকে শশিকর শহীদ স্মৃতি কলেজের এডহক কমিটির সভাপতি ও অ্যাডভোকেট মিজানুর রহমানকে বিদ্যোৎসাহী করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সেই সাথে এডহক কমিটি ইস্যুর তারিখ হতে পরবর্তী ৬ মাসের মধ্যে গভার্নিং বডি গঠনের কার্যক্রম সম্পূর্ণ করার নির্দেশ প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় আজ উক্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ কালে উক্ত কলেজের অধ্যক্ষের পদটি শূন্য থাকায়, কলেজ গনিত বিভাগের সহকারী অধ্যাপক সুভাষ চন্দ্র বিশ্বাসকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র দায়িত্ব প্রদান করেন।
দায়িত্ব গ্রহণ শেষ সভাপতি মোঃ মিজানুর রহমান কলেজের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করেন এবং কলেজের বিভিন্ন ভবন পরিদর্শন করে সার্বিক খোঁজখবর নেন।