শার্শায় কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল ভায়ের নেতৃত্বে জাতীয় শোক দিবস পালন
কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল ভায়ের নেতৃত্বে জাতীয় শোক দিবস পালন


শার্শা উপজেলা প্রতিনিধি :
স্বাধীনতার স্থপতি, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালন উপলক্ষে শার্শা উপজেলার ০৯ নং উলাশী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এক উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২৫ আগস্ট) বিকালে ৪টার সময় শার্শা উপজেলার শার্শা উপজেলার ০৯ নং উলাশী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জিরনগাছা-কাশিয়াডাঙ্গা গ্রামে উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের দেশব্যাপী উন্নয়ন ও আওয়ামীলীগ সরকারের সফলতা প্রচার ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর- ১ (শার্শা) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সদস্য, ও ফার্মেসী গ্রাজুয়েটস্ এসোসিয়েশন বাংলাদেশ – এর যুগ্মসাধারণ সম্পাদক, উপজেলা কৃতি সন্তান নাজমুল হাসান প্রধান অতিথি হিসাবে বক্তব্য বলেন: ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে কাশিয়াডাঙ্গা গ্রামের আজকের উঠান বৈঠকে আমি অভিভূত হয়েছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি এখানকার মায়েদের ও বোনেদের যে ভালোবাসা সেটা দেখে। আমি আরো বেশী কৃতজ্ঞ এই ওয়ার্ড ও গ্রামের আওয়ামীপ্রাণ মানুষগুলোর প্রতি যারা এই বৈরী আবহাওয়ার মধ্যেও উঠান বৈঠকের আয়োজন করেছেন। জামায়াত-বিএনপির দেশবিরোধী অপরাজনীতির বিরুদ্ধে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে।

এ সময় শার্শা উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইদুজ্জামান বিটনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরদার শাহরিন আলম বাদল, সাবেক ছাত্র নেতা ঐতিহ্যবাহী নাভারণ ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি ফেরদৌসী চৌধুরী রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক হাজী বাবলু মিয়া, শার্শা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ওহিদুজ্জামান অহেদ, উপজেলা যুবলীগের সদস্য মালিকুজ্জামান সুজন, শার্শা উপজেলা যুবলীগের সদস্য শফিক মাহমুদ ধাবক, , আওয়ামীলীগ নেতা আয়নাল হক, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য কবির উদ্দিন, বাগাআঁচড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক শিশির, যুবলীগ নেতা কবিরুজ্জামান কবির, হাসান আলী সাইফুল, তরিকুল ইসলাম বাগআঁচাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক রনি মিয়া, রশিদ হোসেন, সানি ও রাসেল হাসানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উঠান বৈঠক শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ করা হয়।