শার্শায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও উফশী আমন ধানের বীজ সার বিতরণের উদ্বোধন
গ্রীষ্মকালীন পেঁয়াজও আমন ধানের বীজ সার বিতরণের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদকঃ
“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ২০২২-২০২৩ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও উফশী আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার সময় শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ শার্শা যশোরের বাস্তবায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১ হাজার ৬শ ৬০ জন প্রান্তিক কৃষককে বিঘা প্রতি ৪০ কেজি সার, ১ কেজি পিয়াজের বীজ, পরিমানমত পলিথিন ও সুতালী বিতরণ করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫ যশোর-১ শার্শা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস সহ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের বিভিন্ন পর্যায়ের অফিসার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।