বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
বিবিএস নিউজ ডেস্কঃ
যশোরের শার্শায় অবৈধভাবে দখলকৃত সরকারী জমি (ধানি) বাঁশের খুঁটি ও লাল পতাকা সম্বলিত ফ্ল্যাগ দিয়ে সীমানা চিহ্নিত করে দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্প্রতিবার(১২ ডিসেম্বর)বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহি কর্মকর্তার(ইউএনও) কাজী নাজিব হাসান এ জমি দখল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করেন।https://bbsnews24.com
এসময় উপজেলা সহকারি কমিশনার( ভুমি) নুসরাত ইয়াসমিন সহ উপজেলা কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারিরা উপস্থিত ছিলেন।
জানাযায়, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজায় প্রভাব খাটিয়ে সরকারি, ৯৮.৫৮ একর(ধানি) প্রায় ৩০০ বিঘা জমি দখল করে ৪৭ জন মালিক দখল করে চাষ করে আসছিলো।যা ইতিপুর্বে বেদখল ছিলো। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে অভিযান চালিয়ে দখলকৃত জমি বাঁশের খুঁটি ও লাল পতাকা সম্বলিত ফ্ল্যাগ দিয়ে সীমানা চিহ্নিত করে জমিগুলো দখলমুক্ত করেন।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাজিব হাসান জানান,সকল ধরনের অনিয়ম ও দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকবে।