খুলনা

শার্শায় সাপের কামড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত‍্যু

শার্শায় সাপের কামড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত‍্যু

নিজেস্ব প্রতিবেদকঃ
যশোরের শার্শায় সাপের কামড়ে শাহারা (১১) নামের পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত‍্যু হয়েছে।
নিহত শাহারা উপজেলার গোড়পাড়া বড়বাড়ির নাসির উদ্দীন (টিপুর ) মেয়ে।

শাহারার বাবা নাসির উদ্দীন পেশায় একজন চাকরিজীবি,সেই সুবাদে তিনি ছেলে এবং স্ত্রীকে নিয়ে বেনাপোলে থাকেন। শাহারা পড়াশোনা করে একারণে বাড়িতে তার দাদির কাছে থাকতো।

২০ জুন সকালে শাহারা তার বাবাকে ফোন করে বাড়িতে আসতে বলেন। শাহারার বাবা নাসির উদ্দীন বলেন আমার মেয়ে আমাকে ফোন করে বলে আব্বু তুমি বাড়ি এসো আমি তোমাকে দেখব।

মেয়ে যেহেতু ফোন করেছে বাড়িতে আসতে হবেই। অফিসের কাজ শেষ করে বিকালে তিনি বাড়িতে আসেন। মেয়েকে নিজ হাতে রাতের খাবার খাওয়ান। খাওয়া দাওয়া শেষ হলে সবাই রাতে ঘুমিয়ে পড়েন। শাহারার ছোট ফুফু বলেন রাত ২টার দিকে হঠাৎ শাহারা তার দাদিকে বলে আমার কিসে কামড়িয়েছে।

তখন আমি ঘর থেকে বের হয়ে লাইট জ্বালিয়ে দেখি ফ্রিজের পাশে সাপ তখন আমরা নিশ্চিত হই সাপে কামড়িয়েছে। সাথে সাথে শাহারার বাবা সাপটি মেরে ফেলেন। তারপর দ্রুত কবিরাজ জয়দেব কে ডেকে আনি এবং কবিরাজ ঝাড়ফুক করেন।

তারপরও শাহারার অবস্থার অবনতি হলে নাসির উদ্দীন কবিরাজকে বলেন আমার মেয়ের অবস্থা ভালো মনে হচ্ছে তখন কবিরাজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। তারপর ভোর ৫টার দিকে আমার মেয়েকে যশোর ২৫০ শয‍্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

কর্তব‍্যরত চিকিৎসক শাহারাকে চিকিৎসা দেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১:৩০ মিনিটে শাহারা মৃত‍্যু বরণ করেন। শাহারার এমন অকাল মৃত‍্যুত‍ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button