শার্শায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


নিজেস্ব প্রতিনিধিঃ
যশোরের শার্শায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ই মে বুধবার বিকাল ৪ ঘটিকার সময় শার্শা অডিটোরিয়ামে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা আরম্ভ হয়।
শেখ আফিল উদ্দীন বলেন, সেদিন তুমি এসেছিলে বলে এদেশ আজ পদ্মা সেতুর বাংলাদেশ সেদিন তুমি এসেছিলে বলে এদেশ আজ মেট্রোরেলের বাংলাদেশ, সেদিন তুমি এসেছিলে বলে এদেশ আজ ডিজিটাল বাংলাদেশ। শার্শা উপলেলা আওয়ামীলীগের উদ্দেশ্য তিনি আরও বলেন,২০০১ সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতাই আসার পর যে দূর্বিসহ নির্যাতন চালিয়ে ছিল সেদিনের কথা কখনও শার্শার একটি আওয়ামীলীগ পরিবার ভুলতে পারে না।আর তাই আপনারা ২০০১ সালের পূণরাবৃত্তি যদি দেখতে না চান তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনাদেরকে আর ঘরে ঘুমিয়ে থাকলে হবে না।

আজ থেকে আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম অতি সচেতনতার সাথে পরিচালনা করবেন বিএনপি জামায়াত যাতে নির্বাচন পূর্ববর্তী সময়ে কোন প্রকার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। ঐতিহাসিক ১৭ই মে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামীলীগের সভাপতি, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপত্বিতে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চলনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জেলা পরিষদের সদস্য, সালেহ্ আহম্মেদ মিন্টু, যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন,বাস্তহারালীগের সভাপতি আবুল হোসেন পৌর আওয়ামীলীগের সভাপতি ইনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সর্দার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দীন আহম্মদ তোতা, পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফ্ফার সর্দার, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান মফিজুর রহমান, ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল সহ প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেক্রেটারি প্রমূখ।