সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ
যশোরের শার্শার কায়বায় নিজেদের অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ৮ নেতাকর্মীকে পিটিয়ে জখম করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।
বুধবার(২৮ নভেম্বর)সকালে উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি বকুলতলায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন,উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের মোদাচ্ছের সরদারের ছেলে ও শার্শা উপজেলা বিএনপির সদস্য ওলিয়ার রহমান,আবুল হোসেনের ছেলে যুবদল কর্মি উজ্জল হোসেন(৩২),হানেপ আলীর ছেলে যুবদল কর্মি মনিরুজ্জামান,নূর মোহাম্মদের ছেলে যুবদল কর্মি শহিদুল ইসলাম,আব্দুর সাত্তারের ছেলে আনোয়ার হোসেন,মশিয়ার রহমানের ছেলে সোহেল ও লিপু।
এ মধ্যে আহত ওলিয়ার রহমান,সোহেল ও লিপু বাগআঁচড়ার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছে।https://bbsnews24.com
জানাগেছে,উপজেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক আবুল হাসান জহির গ্রুপের কায়বা ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা বাগআঁচড়ায় একটি অনুষ্ঠানে যোগদান শেষে এলাকায় ফিরছিলো। পথিমধ্যে কায়বার বাগুড়ি বকুলতলায় পৌঁছালে বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের নেতাকর্মীরা হাসন জহির গ্রুপের নেতাকর্মীদের উপার হামলা চালিয়ে পিটিয়ে ৮ জন নেতাকর্মীকে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহতরা জানায়,তাদের উপর আতর্কিত হামলা চালিয়েছে তৃপ্তি গ্রুপের লোকজন।কিছু বুঝে উঠার আগেই তাদের পিটিয়ে আহত করা হয়েছে।এ সময় উপজেলা ও জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে তারা বিচার দাবী করেন।
তৃপ্তি গ্রুপের কয়বা ইউনিয়নের নেতা ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুছ বলেন,ওই গ্রুপের লোকজন নিয়মিত সরকারি চাল এনে অনিয়ম করছে। আজ ও তারা মোটরসাইকেল বহর নিয়ে চাল লুট করবে এমন খবরে আমাদের নেতাকর্মীরা রাস্তায় পাহারায় থাকে এবং তারা চালিতাবাড়িয়া বাজারে আমাদের এক নেতার দোকানে হামলা করে আসে।পরে তারা আসলে আমাদের নেতাকর্মীদের সাথে একটু ঠেলাঠেলি হয়েছে বড় কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি তবে আমাদের দুই তিন জন নেতাকর্মী আহত হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস জানান,বিষয়টি জানার সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।থানায় এখনো কোন পক্ষ থেকে অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।