মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
বিবিএস নিউজ ডেস্কঃ যশোরের শার্শায় জামায়াত ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩নভেম্বর) বিকালে জামায়াতে ইসলামী (যুব বিভাগ) কায়বা শাখার উদ্যোগে চালিতাবাড়িয়া ঈদগা ময়দানে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
কায়বা ইউনিয়ন যুব বিভাগ শাখার সভাপতি গাজী রুহুল আমিনের সভাপতিত্বে ও ইউনিয়ন টিম সদস্য অধ্যাপক আব্দুল মাজেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাও. আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাও. হাবিবুর রহমান।
এ সময় শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাও. ফারুক হাসান,উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল কুদ্দুস,কায়বা ইউনিয়ন জামায়াতের আমির মাও. আমিরুল ইসলাম,সেক্রেটারি মাও. আব্দুল করিম,শার্শা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও তারবিয়্যাতি বিভাগ ফিরোজ আল মাহমুদ সহ এলাকা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।