শার্শার নিজামপুর যুবলীগ নেতা আলাউদ্দীনের দাফন সম্পন্ন
যুবলীগ নেতা আলাউদ্দীনের দাফন সম্পন্ন


নিজস্ব প্রতিবেদকঃ
শার্শার নিজামপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আলাউদ্দীন খান (৪৪) আর নেই (ইন্না লিল্লাহি …. রাজিউন)।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি স্ত্রী, চার কন্যা , তিন বোন, এক ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল ১১:৩০মিনিটে মরহুমের জানাজা নামাজ গোড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
জানাজায় এসময় স্থানীয় সংসদ সদস্য আফিল উদ্দীন এমপি,উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মন্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শার ইউপি চেয়ারম্যান কবির উদ্দীন তোতা, নিজামপুর ইউপির চেয়ারম্যান সেলিম রেজা বিপুল,বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান মফিজুর রহমান,ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল,গোগা ইউনিয়নের চেয়ারম্যান তবিবুররহমান,নিজামপুরের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলাউদ্দীন খান দীর্ঘদিন ব্রেন টিউমার রোগে ভুগছিলেন।এক মাস আগে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।