শার্শার বাগআঁচড়া দারুল আমান শিক্ষা সদনে বিদায় ও দোয়া অনুষ্ঠান


বিবিএস নিউজ ডেস্ক:শার্শার বাগআঁচড়া দারুল আমান শিক্ষা সদনের ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে স্কুল চত্বরে এ বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চালিতাবাড়ীয়া স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে ও দারুল আমান শিক্ষা সদনের সহকারি শিক্ষক মাও.আনোয়ার হুসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,ব্যাংকার আব্দুস সাত্তার, ম্যানেজিং কমিটির সদস্য ইসমাইল হোসেন, মাও. আহসান উল্লাহ জিহাদী,মনিরুজ্জামান প্রমুখ।
বিদায়ী ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য দেন ৫ম শ্রেনীর ছাত্র আবু তালহা সৌহার্দ্য ও রাইসা তানজিদ।
বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
বক্তরা বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।