সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন
বিবিএস ডেস্ক রিপোর্টঃ
যশোরের শার্শার সাবেক সংসদ সদস্য আফিল উদ্দীনের মালিকানাধীন আফিল ব্রিডার ফার্ম লিমিটেড এর অবৈধভাবে দখলকৃত সরকারী জমি ১৫০ টি বাঁশের খুঁটি ও লাল পতাকা সম্বলিত ফ্ল্যাগ দিয়ে সীমানা চিহ্নিত করে দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।https://bbsnews24.com
মঙ্গলবার(১৯ নভেম্বর)সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট নুসরাত ইয়াসমিন তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাদের সাথে নিয়ে সরকারী এ জমি দখল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্টেট নুসরাত ইয়াসমিন জানান, উপজেলার লক্ষণপুর ইউনিয়নের হরিণাপোতা মৌজায় সাবেক সংসদ সদস্য আফিল উদ্দীন ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি, ৪১.৯৬ একর(খাস ৩৯.৩৯ একর ও ভিপি ক তফসিলভুক্ত ২.৫৭ একর জমি দখল করে নিজের মালিকানাধীন একটি ব্রিডার ফার্ম গড়ে তুলে ব্যবসা পরিচালনা করছে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে তারা অভিযান চালিয়ে দখলকৃত জমি বাঁশের খুঁটি ও লাল পতাকা সম্বলিত ফ্ল্যাগ দিয়ে সীমানা চিহ্নিত করে জমিগুলো দখলমুক্ত করেন।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বিষয়টি নিশ্চিত করে জানান,সকল ধরনের অনিয়ম ও দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।