শার্শায় দৈনিক সমাজের কথা’র ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


জসিম উদ্দিন:
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহুল প্রচারিত দৈনিক সমাজের কথা পত্রিকার ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৫ তম বর্ষে পদার্পণ উপলক্ষে যশোরের শার্শায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শার্শার নাভারণ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে দৈনিক সমাজের কথা পত্রিকার সাড়াতলা প্রতিনিধি বি এম রুহুল কুদ্দুস শাকিলের সঞ্চালনায় এবং নাভারণ প্রেসক্লাবের সভাপতি ও সমাজের কথা পত্রিকার শার্শা প্রতিনিধি আমিনুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নাভারণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন রাজু, মোহনা টিভির যশোর প্রতিনিধি শিশির কুমার সরকার, চ্যানেল এস টিভি সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসেন, যুগান্তর পত্রিকার ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি মহসিন আলম, চ্যানেল এস টিভি বেনাপোল প্রতিনিধি জসিম উদ্দিন, ভোরের চেতনা পত্রিকার শার্শা প্রতিনিধি রাসেল হোসেন, সমাজের কাগজ পত্রিকার শার্শা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লিটন,বিএমএফ টেলিভিশনের শার্শা প্রতিনিধি সোহেল রানা,শ্রমিক নেতা সেলিম হোসেন প্রমুখ।