বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
যশোরের শার্শা উপজেলা বিএনপির শীর্ষ ৪ পদে নির্বাচন উপলক্ষে বাগআঁচড়ায় গণসংযোগ করেছে পদপ্রার্থীরা।
মঙ্গলবার সন্ধায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এ গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক ও নির্বাচনে সভাপতি পদপ্রার্থী খায়রুজ্জামান মধু।
শার্শা উপজেলা বিএনপির নির্বাচন উপলক্ষে বাগআঁচড়া গণসংযোগ
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল হাসান জহির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আশরাফুল আলম বাবু ও সালাউদ্দীন আহমেদ।
শার্শা উপজেলা বিএনপির নির্বাচন উপলক্ষে বাগআঁচড়া গণসংযোগ
আরো উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দীন,আনোয়ার হোসেন বাবু,মিকাইল হোসেন মনা,কায়বা ইউনিয়ন বিএনপির সহসভাপতি নুরুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর আলমগীর কবির,সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান সহ বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।