সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন
ক্রীড়া প্রতিনিধিঃ
শাহরাস্তি যুব ও ক্রীড়া সংসদ- শাযুকস ও দহশ্রী নব জাগরণ সংঘ এর যৌথ উদ্যোগে DNS মিনি ফুটবল টুর্নামেন্ট -২০২৪ দহশ্রী সপ্রাবি মাঠে অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে ১২টি শক্তিশালী দল অংশগ্রহণ করে।
৩১শে সেপ্টেম্বর উদ্বোধনী খেলার মাধ্যমে শুরু হওয়া এই খেলা ৮ই নভেম্বর শুক্রবার ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়।
ফাইনালে মুখোমুখি হয়ে চ্যাম্পিয়ন হয় উনকিলা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় খামপাড় ফ্রেন্ডস ক্লাব।
এবং ম্যান অব দ্যা ম্যাচ হন উনকিলা উচ্চ বিদ্যালয় দলের খেলোয়াড় মোহাম্মদ নাইম।
খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন নেয়ামত সজীব (KFC), গোল অব দ্যা টুর্নামেন্ট রাফসান (DNS)।
ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি মডেল থানার ওসি জনাব মোঃ আবুল বাশার পিপিএম (বার)।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা আমীর মোঃ মোস্তফা কামাল, রায়শ্রী উত্তর ইউনিয়ন আমীর মোঃ সালাউদ্দিন গাজী, শাযুকস সেক্রেটারি মোঃ জাকির হোসেন, দহশ্রী নবজাগরণ সংঘের সভাপতি মিনহাজুল ইসলাম ও সাধারন সম্পাদক মো. নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথিরা বলেন,বাংলাদেশের মানুষ খেলাপ্রেমী।আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে, খেলাধুলা একটি মাধ্যম যা মাদক থেকে দূরে রাখতে পারে যুব সমাজকে, তাই খেলাধুলার কোনো বিকল্প নেই। এলাকার তরুণ প্রজন্ম ও যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমরা চাই এই প্রজন্ম খেলাধুলার পাশাপাশি ধর্মীয় ও মৌলিক মানবীয় গুণাবলী অর্জনে সক্ষম হবে।
এসময় অতিথিরা আয়োজক কমিটিকে অভিনন্দন এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।
শাহরাস্তি যুব ও ক্রীড়া সংসদ (শাযুকস) সভাপতি মোঃ সেফায়েত উল্লাহ্ ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত DNS মিনি ফুটবল টুর্নামেন্টের অতিথিবৃন্দ খেলায় বিজয়ী দল ও অন্যান্য খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন।