শিল্পপতি আইউব আলী ফাহিমকে সংবর্ধনা প্রদান


আবু সাঈদ চৌধুরী গাজীপুর: গাজীপুর মহানগরীর পুবাইল থানার কলের বাজারের নবনির্বাচিত ব্যাবসায়ী পরিচালনা কমিটি কর্তৃক লতা হারবাল কোম্পানির চেয়ারম্যান, শিল্পপতি আইউব আলী ফাহিমকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
আজ শুক্রবার দুপুরে লতা হারবাল কোম্পানির নিজস্ব অফিসে, কমিটির নবনির্বাচিত সদস্যরা এই সংবর্ধনা জানান। পরে সংবর্ধনা জানানো শেষে শিল্পপতি আইউব আলী ফাহিম কমিটির নির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান।
তিনি বলেন যারা, কমিটিতে নির্বাচিত হয়েছে তারা যেন ভোক্তা ও ব্যবসায়ী উভয়ের জন্যই সততা আর নিষ্ঠার সাথে কাজ করে যান। তিনি আরও বলেন বর্তমান এই কমিটির হাত ধরে একটি সুশৃঙ্খল ও সিন্ডিকেট বিহীন আদর্শ বাজার ব্যবস্থাপনা গড়ে উঠবে এটি তার বিশ্বাস। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগরের আওয়ামী যুবলীগের আহ্বায়ক সদস্য রাজিবুল হাসান রাজীব লতা হারবাল কোম্পানির ম্যানেজার মিজানুর রহমান, কলের বাজার ব্যাবসায়ী
পরিচালনা কমিটির সভাপতি শামীম খান, কলের বাজার পরিচালনা কমিটির সাধারণস ম্পাদক শেখ লুৎফর রহমান সহ অন্যান্যরা