জেলার খবর

শীত নামতেই জাগ্রত’বিবেক’

নিজস্ব প্রতিবেদক ||
যশোর রেলস্টেশনে রাত্রিযাপন করা ঠিকানা বিহীন দুস্থ ও পথশিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বিবেক সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা। শনিবার দিনগত রাত ১১টার দিকে রেলস্টেশনে শুয়ে থাকা প্রায় ১২০ জন শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, বিবেক সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দুল ইসলাম অভি, সহ-সভাপতি আশিকুর রহমান টনি, দপ্তর সম্পাদক এ্যান্টনি দাস অপু, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আসিফ সেতু, নির্বাহী সদস্য আমিরুল ইসলাম, জহুরুল ইসলাম, রুবেল হোসেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দুল ইসলাম অভি জানান, এ বছর শীতবস্ত্র বিতরণের কার্যক্রম আজকের এই কর্মসূচীর মধ্যে দিয়ে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে আমাদের পরবর্তী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হবে। আমাদের সংগঠনটি ব্যাক্তিগত তহবিলে পরিচালিত। অতএব যদি কোন সহৃদয়বান ব্যাক্তি আমাদের মাধ্যমে অসহায়দের পাশে দাড়াতে চান তাহলে দাঁড়াতে পারেন। আমরা আমাদের সাধ্য ও সামার্থ অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যহত রেখেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button