খেলাধুলা
শেষ হলো ওয়ালটন প্রথম জাতীয় যুব সাভাতে প্রতিযোগিতা
শেষ হলো ওয়ালটন প্রথম জাতীয় যুব সাভাতে প্রতিযোগিতা


ক্রীড়া প্রতিবেদকঃ
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হলো ওয়ালটন প্রথম জাতীয় যুব সাভাতে প্রতিযোগিতা-২০২৩। শেষ দিনেও ছিলো বাংলাদেশ আনসারে দাপট।
গতকাল শুক্রবার ১৬ গোল্ডের সাথে ৬ সিলভার ও ৬ ব্রোঞ্জ পদক জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার। চাপাইনবয়াবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা হয় রানার্সআপ। ৩ গোল্ডের সাথে তারা জিতেছে ৮ সিলভার ও ৬ ব্রোঞ্জ। এদিন নিষ্পত্তি হয় ২২টি স্বর্ণ পদকের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার ডন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মনিসহ অনেকে। তিন দিন ব্যাপি এই প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার ও বিভিন্ন জেলা ও বিভাগীয় দলের হয়ে মোট ৩২৭ জন প্রতিযোগী ও কর্মকর্তা অংশ নেন।