চট্টগ্রাম
শ্রীবরদীতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।


এসডি সোহেল রানা: পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন স্মার্ট বাংলাদেশ গঠন এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৭ শে ফেব্রুয়ারি সোমবার সারা দেশের ন্যায় শেরপুরের সীমান্তবতী উপজেলা শ্রীবরদীতে পালিত হলো তৃতীয় জাতীয় পরিসংখ্যান দিবস।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নিবাহী কর্মকর্তা মো ইফতেখার ইউনুসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়রম্যান এডিএম শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা পরিসংখ্যান বিভাগের উপজেলা শুমারি সমন্বয়কারী ফাহিমা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল সালেহসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবগরা উপস্থিত ছিলেন।