

চট্টগ্রাম প্রতিনিধি: শনিবার পুরো দল চট্টগ্রামে পা রাখলেও সাকিব আসেননি। ব্যক্তিগত কাজ শেষ করে রবিবার সকাল নয়টায় চট্টগ্রামে পৌঁছান তিনি। বিশ্রাম নিয়ে এক ঘণ্টা পর সকাল দশটায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডের জন্য শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ দল। মাঠে নেমে হালকা ওয়ার্মআপ শেষ করে স্কিল অনুশীলনে মনোযোগ দিয়েছেন ক্রিকেটাররা। সাকিব অনুশীলন শুরু করেছেন বোলিং দিয়ে।
গত কিছুদিন ধরে ব্যাটিংটা ভালো হলেও বোলিংটা ঠিক সাকিবের মানের হচ্ছে না।
সোমবার দুপুর ১২টায় ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ।
দুই দিন বিরতির পর ৯ মার্চ সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে লাল-সবুজ জার্সিধারীরা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ খুঁইয়েছে তামিম ইকবালের দল।