

জেমস আব্দুর রহিম রানা: যশোর সদরের পাচবাড়িয়া বালিয়াডাঙ্গা সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে যশোর-মাগুরা সড়কের পাশে থেকে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল জুয়েল ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান-সড়কের পাশে একটি জঙ্গল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। বিষয়টি জানতে অনেকে সেখানে যান। এক পর্যায়ে অজ্ঞাত যাটোর্দ্ধ এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক পুলিশে খবর দেয়া হয়। স্থানীয় সাংবাদিক দাউদ কবীর জানান-তিনি লাশ দেখেছেন। তবে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্য, তা বুঝা যায়নি। লাশ পচে গন্ধ ছড়াচ্ছিল।
জেলা পুলিশের এই উর্দ্ধতন কর্মকর্তা বলেন, কালো রঙের প্যান্ট, মাজায় বেল্ট, কপালে সানগ্লাস ও সাদা গেঞ্জি পরিহিত লাশ উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, সপ্তাহ খানেক আগে এই ব্যক্তির মৃত্যু হতে পারে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, কি কারণে কেনো এই ব্যক্তির মৃত্যু হয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে। লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে যাবে।