সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ পূর্বাহ্ন

সন্তান নেওয়ার ব্যাপারে কোনো পরিকল্পনাই ছিল না: রাধিকা

Reporter Name / ৪৯ Time View
Update Time : সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ পূর্বাহ্ন

মা হতে যাচ্ছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণাও কিছুটা ব্যতিক্রমী কায়দায় দিয়েছেন তিনি। লন্ডনের এক চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন অভিনেত্রী।

সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছেন তার মা হওয়ার কোনো পরিকল্পনা ছিল না।

২০১১ সালে ব্রিটিশ সঙ্গীতশিল্পী বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে এক সঙ্গে থাকা শুরু করেন রাধিকা। পরের বছর জানা যায় তারা বিয়ে করেছেন। বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হয়েছেন অভিনেত্রী। কিন্তু সন্তান নিয়ে তাদের কোনও পরিকল্পনাই ছিল না বলে জানিয়েছেন তিনি।

রাধিকা স্পষ্ট জানান, তিনি বা তার স্বামী কোনও ভাবেই পরিবার পরিকল্পনা করেননি। প্রথম কয়েক দিন কী কী শারীরিক সমস্যা হয়েছিল, তা নিয়েও কথা বলেছেন রাধিকা। পেট ফেঁপে ওঠা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছিল। সব সময় বমি বমি ভাবও থাকত বলে জানিয়েছেন অভিনেত্রী।

শারীরিক সমস্যা থাকলেও কাজ থেমে থাকেনি অভিনেত্রীর। টানা তিন মাস ৪০ ডিগ্রি গরমে ছবির শুটিং করছিলেন অভিনেত্রী।

তিনি বলেন, গরমে গলে যাওয়ার মতো অবস্থা হত সব সময়। খুব কষ্ট হত। সবাই বলত আমার সব সময়ে আনন্দে থাকা উচিত কারণ, আমি মা হতে চলেছি। যারা বলতেন তাদের মুখে ঘুষি মারতে ইচ্ছে করত। ওদের বলতাম, ‘আমি যন্ত্রণায় মরে যাচ্ছি, আর তোমরা খুশি থাকতে বলছ!

অভিনেত্রী আরও বলেছেন, অন্তঃসত্ত্বা হওয়ার পরে কী কী হয় এই সব নিয়ে কখনই ভাবিনি। শরীরে কী পরিবর্তন আসে, তাও জানার চেষ্টা করিনি। অন্তঃসত্ত্বা হওয়ার পর্ব যে খুব কঠিন ও কষ্টকর, তা আসলে কেউ বলে না। এই সফর মোটেও মজা করে কাটানো যায় না। কিছু মানুষের হয়তো তেমন সমস্যা হয় না। তবে, সন্তানধারণ করা খুব কঠিন বিষয় এবং শরীরে মারাত্মক পরিবর্তন আসে।

চলতি বছরের ডিসেম্বর মাসে সন্তানের জন্ম দেবেন রাধিকা।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *