চট্টগ্রাম

সম্পত্তির লোভ ঝেঁকে বসেছে চাচার, হয়রানীর স্বীকার ভাতিজা

লক্ষ্মীপুর সদর উপজেলার ৭ নং বশিকপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ নাগের হাট সংলগ্ন নন্দীগ্রাম দুলা মিয়া ব্যপারী বাড়ীর বাসিন্দা আবুল কাশেম।

মোঃ আরিফ হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: তিনি একজন ব্যবসায়ী। নাগের হাট বাজারের কাশেম এন্ড ব্রাদার্সের সত্তাধীকারী।

জীবিকার তাগিদে দীর্ঘ সময় প্রবাসে কাটান জীবন। অবশেষে নাড়ির টানে ফিরে এলেন নিজ গ্রামে। বাড়ীতে আসার তিনি উপলব্ধি কররেন তার সম্পত্তি গুলো ভাগ বন্টনেন ব্যাপার। অন্যদিকে প্রায় ৮ বছর পূর্বে মারা গেলেন তার বাবা। অবিভাবক রয়েছেন চাচারা।অথচ সেই চাচাই রক্ষক হয়ে বক্ষকের অভিনয় করছে ভাতিজা কাশেমের সাথে।

চাচা জামাল উদ্দিন ও তার পুত্র রাশেদ ভিবিন্ন ভাবে হয়রানী করছে কাশেমকে।

জমি পরিমাপ না করেই গত কয়েকদিন পূর্বে জোর করে ভবন নির্মাণের জন্য প্রস্তুতিও নিয়েছে প্রতিপক্ষ ইউনুস, সাহাবুদ্দিন, চাচা জামাল ও তার পুত্র রাশেদ সম্মিলিতভাবে। স্থানীয় বেঠকে তারা বসতে রাজি হচ্ছেন না বলেও জানান ইউপি সদস্য নোমান হোসেন ( দুলাল)। এলাকাবাসীও তাদের বিষয়টি দুঃখজনক বলে দাবী করেন।

চাচা জামাল উদ্দিন বলেন , আমাদের কাগজ পত্র কিছু সমস্যা আছে কাগজ পত্র ঠিক করে তার সাথে সমাধান করবো। আমাদের যায়গা জমি এখন বন্টন করা হয় নাই। আমরা মৌখিকভাবে বন্টন করেছি ।

বর্তমান ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টা সমাধানের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button