সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সহ-সভাপতি মোহাম্মদ হোসেন কে ফুলের শুভেচ্ছা


শেখ রায়হান হোসেন,
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সহ-সভাপতি এ্যাড. মোহাম্মদ হোসেন কে স্বেচ্ছাসেবক লীগের পক্ষথেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর সহ-সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য। এছাড়াও বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক সংগঠনের সাথে যুক্ত আছেন।
শুক্রবার ২১ অক্টোবর মোহাম্মদ হোসেন সাহেবের পাটকেলঘাটাস্থ নিজস্ব কার্যালয়ে শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, সরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আজিবার রহমান তুহিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সালাম, মোঃ আক্তারুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মাসুদ রানা, মোঃ আলমগীর হোসেন (আলম), সাংবাদিক শেখ রায়হান হোসেন, কৃষকলীগ নেতা মোঃ আসাদ, মোঃ আল আমিন প্রমুখ। এছাড়াও একই সময় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষথেকে মোহাম্মদ হোসেন সাহেব কে ফুলের শুভেচ্ছা জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, তালা উপজেলা সাবেক ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিন্টু।
উল্লেখ্য, গত ইং- ২০/১০/২০২২ তারিখ সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এড. মোহাম্মদ হোসেন সাহেব কে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতির শূন্য পদে অন্তর্ভুক্ত করে বিজ্ঞপ্তি জারি করা হয়। এর আগে তিনি তালা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতির পদমর্যাদায় ছিলেন।
সম্রতি তালা উপজেলা আওয়ামীলীগের চুড়ান্ত কমিটি তৈরি হওয়ায় এবং সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কমিটিতে সিনিয়র সহ সভাপতির পদ শূন্য থাকার কারনে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বিভাগীয় নির্দেশ অনুযায়ী জেলার শূন্য পদে মোহাম্মদ হোসেন সাহেব কে নির্বাচিত করা হয়েছে।