মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন
কালকিনি (মাদারীপুর)প্রতিনিধি ঃ
মাদারীপুরের কালকিনিতে শিকারমঙ্গল এলাকার কালকিনি – মৌলবিবাজার রাস্তার দক্ষিণ পাশের খাঁলে মধ্যে অবৈধ ভাবে একাধিক বাঁধ দিয়ে যাতায়াতের রাস্তা তৈরির অভিযোগ পাওয়া গেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম।
গত বৃহস্পতিবার সকালে তিনি ঘটনাস্থলে যান এবং এই অবৈধ বাঁধ নির্মাণকারীদের ডেকে আগামী সাত দিনের মধ্যে বাঁধ কেটে দিয়ে খালের পানি প্রবাহ স্বাভাবিক করার নির্দেশ প্রদান করেন।
এর আগে নাম প্রকাশের অনিচ্ছুক স্থানীয় কৃষকদের থেকে অভিযোগ পাওয়া যায়, শিকারমঙ্গল টু মৌলবিবাজার রাস্তার পাশের খাঁলটি অবৈধ ভাবে একাধিক বাঁধ দিয়ে যাতায়াতের রাস্তা তৈরি করে বাড়ি নির্মাণ করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। ফলে খাঁলের স্বাভাবিক প্রানি প্রাবাহ বন্ধ হয়ে যায়। এতে চরম ঝুঁকিতে পড়ার সম্ভাবনা দেখা দেয় স্থানীয় কৃষকদের আবাদকৃত ফসল।
কৃষকরা আরো বলেন, অবৈধভাবে বাঁধ দেয়ার কারনে খালের এক প্রান্তের পানি অপরপ্রান্তে যেতে পারেনা ফলে খালটি শুকিয়ে গেছে। দ্রুত বাঁধ কেটে না দিলে ভবিষ্যতে এই এলাকার কৃষি অনেক ঝুঁকিতে পড়বে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, আমরা দেখেছি খালের উপরে অবৈধভাবে দুটি বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে বাঁধ কেটে দিয়ে পানি প্রবাহ স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।