চট্টগ্রাম

সাফ জয়ী ছয় নারী ফুটবল খেলোয়ার সহকারী কোর্সকে সংবর্ধনা

মনির উদ্দিন মুন্না
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ঃ-

সাফ জয়ী পার্বত্য চট্টগ্রামের বীর কন্যা ফুটবল খেলোয়ার আনুচিং মগিনী, আনাই মগিনী, মনিকা চাকমা,রুপনা চাকমা,ঋতুপর্ণা চাকমা ও সহকারী কোর্স তৃষ্ণা চাকমাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষে থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে এক সংবর্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু এর সভাপতিত্বে।

প্রধান অতিথি ছিলেন বাবু কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) উপজাতীয় শরনার্থী ও উদ্বাস্তু পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি।

এতে বিশেষ অতিথি ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম,
খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লে: কর্ণেল সাইফুল ইসলাম সুমন,খাগড়াছড়ি পুলিশ সুপার নাইমুল হক পিপিএম,বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ হাফিস,খাগড়াছড়ি রিজিয়ন স্টাফ অফিসার (জিটুআই)মেজর মোঃজাহিদ হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কেএমইএচ ইয়াসিন আরাফাত, মং সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যানমিত্র বড়ুয়া,মাইনুউদ্দিন,শতরুপা চাকমা, শাহিনা আক্তার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী, জেলাআওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান,পৌর মেয়র, ও ইউপি চেয়ারম্যান, জেলার সরকারি কর্মকর্তা কর্মচারী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে খেলোয়ারদের উত্তরী পরিয়ে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এর পর উপহার সামগ্রী ও খেলোয়ার ও সহকারী কোর্স প্রত্যেককে খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে ২ লক্ষ ১ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি।

কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি বলেন- পাহাড়ের নারীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে যে গৌরব অর্জন করেছে, আমরা সবাই গর্বিত, বাংলাদেশ গর্বিত হয়েছে, আমরা আশা করি সামনে আমাদের মেয়েরা বিশ্ব কাপ জয় করতে পারবে।আমরা তোমাদের যে কোন প্রয়োজনে পাশে আছি।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button