

গোলাম সারওয়ার সজলঃ
ঢাকা জেলার সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের নিকরাইল কবরস্থানের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
২৬শে মে শুক্রবার বিকেলে এ কাজের উদ্বোধন করেণ সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। আর এই কবরস্থানের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ লিয়াকত হোসেন, ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।