শিক্ষা

সাভারে কোন্ডা স্কুল এন্ড কলেজে বই বিতরণ

গোলাম সারওয়ার সজল: সারাদেশের ন্যায় সাভারে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। পহেলা জানুয়ারি রবিবার সকালে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা স্কুল এন্ড কলেজ এর ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কোন্ডা স্কুল এন্ড কলেজ এর সভাপতি সাইফুল ইসলাম।

রাজাপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এ সময় আরো উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, কোন্ডা স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক কলিম উদ্দিন, বনগাঁও ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল, বনগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন মাহমুদ সহ কোন্ডা স্কুল এন্ড কলেজ এর সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকমন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন নতুন বছরের প্রথম দিনে ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা রাস্ট্র নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি খাতে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। এসময় তিনি আরো বলেন আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে অবশ্যই স্কুলে পাঠান।

মদকের হাত থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হলে তাদের প্রতি অনেক যত্নবান হতে হবে।

Related Articles

One Comment

  1. সারাদেশের ন্যায় সাভারে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। পহেলা জানুয়ারি রবিবার সকালে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা স্কুল এন্ড কলেজ এর ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button