

গোলাম সারওয়ার সজলঃ
সাভারে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
এসময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবায় উন্নয়নের রোল মডেল সরকার স্বাস্থ্য সেবা জনগনের দোড়গোড়ায় পৌছে দিয়েছে বলেও বলেন তিনি। পরে প্রতিমন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে পরিত্যক্ত জমিতে ফলদ বাগান উদ্বোধন করেন।
রবিবার সাভার উপজেলার প্রায় ১ লক্ষরও বেশী শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে।এসময় সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহাসহ আরো অনেকে।ভিটামিন ‘এ’ ক্যাপসুল অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শিশুমৃত্যুর ঝুঁকি কমায়।