সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল আলীম বেপারী


রিপন মিয়া,
সম্প্রতি সেত্রাং নামীয় ঘুর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্থ এলাকা শরিয়তপুরের নড়িয়া উপজেলার কুন্ডেরচর পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল আলীম বেপারী। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ক্ষতিগ্রস্ত এলাকায় প্রদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন তিনি। সে সময় স্থানীয় ৬৫ বছরের এক মহিলা মারা গেলে তার পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়। পরিদর্শনকালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সহ-সভাপতি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী,
পালং জাজিরার মা মাটি ও মানুষের নেতা আলহাজ্ব আব্দুল আলিম বেপারী সহ আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত ২ নং ওয়ার্ড সদস্য নেছার উদ্দিন মাতোব্বর ও জেলা পরিষদের নবনির্বাচিত ১নং ওয়ার্ড সদস্য মোঃ বোরহান মুন্সীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের প্রায় ২ শতাধিক নেতা কর্মীরা।