খেলাধুলাফুটবল

সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে তো রোনালদোর?

বিবিএস স্পোর্টস ডেস্ক: পারফরম্যান্সের তুলনায় ক্রিস্তিয়ানো রোনালদোর অন্যান্য কর্মকাণ্ডই স্পট লাইট পাচ্ছে বেশি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় কোচের দিকে ভালো প্রতিক্রিয়া দেখাননি। তার সঙ্গে যোগ হয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসরের কাছ থেকে লোভনীয় অঙ্কে দলে যোগ দেওয়ার প্রস্তাব। শেষ ষোলোর ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসবের উত্তরই দিতে হয়েছে পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোসকে।

তাছাড়া নতুন ফিসফাঁসও শুরু হয়েছে যে, মঙ্গলবার রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে একাদশ থেকে হয়তো বাদও পড়তে পারেন সিআরসেভেন। কোচ সান্তোস অবশ্য সেসবের সঠিক উত্তর দেননি, ‘আপনাদের তথ্য সঠিক নাকি ভুল এ নিয়ে মোটেও চিন্তিত নই। আমি এসব খবর পড়ি না। এখন শুধু দলের দিকে মনোযোগী।’

তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোনালদোর প্রতিক্রিয়া যে মোটেও ভালো মতো নেননি। সেটি স্বীকার করেছেন, ‘হ্যাঁ, রোনালদোর এমন প্রতিক্রিয়া আমার পছন্দ হয়নি। মোটেই না। তবে ওই ঘটনা সেখানেই শেষ হয়ে গেছে।’

রোনালদোর সৌদি ক্লাবের বিশাল অঙ্কের প্রস্তাব নিয়েও প্রশ্ন যায় সান্তোসের কাছে। জবাবে পর্তুগাল কোচ বলেছেন, ‘আমি ওর সঙ্গে এসব বিষয়ে কথা বলিনি। আর এটা তার নিজের সিদ্ধান্ত।’

এসব আলোচনা বাদ দিলে পরিসংখ্যানের দিকে একবার চোখ বুলানো যাক। এই বছরে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে দুই দল। জুনে নেশন্স লিগেই খেলেছে দু’বার। প্রথম ম্যাচে পর্তুগাল ৪-০ গোলে জয়ের পর ফিরতি ম্যাচে হার দেখেছে ১-০ গোলে। পর্তুগাল আবার ২০০৬ সালের পর কোয়ার্টার ফাইনাল খেলার স্বপ্নে বিভোর। এর আগে দুইবার শেষ আটে তারা খেলেছে ১৯৬৬ ও ২০০৬। ম্যাচটা শুরু হবে রাত ১টায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button