জেলার খবর

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে দশ লক্ষ্য টাকার নিষিদ্ধ জাল জব্দ

ফয়সাল আজম অপু, সুনামগঞ্জ থেকে ফিরেঃ
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দশ লক্ষাধিক টাকার মাছ ধরার নিষিদ্ধ কোনাজাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এর নির্দেশে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাহিরপুর উপজেলা মৎস্য অফিসার মো. সারোয়ার হোসেন, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক আহমদ কবির সহ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং টাঙ্গুয়ার হাওর কমিউনিটি গার্ড এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জব্দকৃত নিষিদ্ধ ১১টি কোনাজাল ও ৫ চায়না দুয়ারি জাল উপজেলা মৎস কর্মকর্তার হেফাজতে রাখা হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি বলেন, শ্রদ্ধেয় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্যার এর নির্দেশে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুসারে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button