সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে দশ লক্ষ্য টাকার নিষিদ্ধ জাল জব্দ


ফয়সাল আজম অপু, সুনামগঞ্জ থেকে ফিরেঃ
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দশ লক্ষাধিক টাকার মাছ ধরার নিষিদ্ধ কোনাজাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এর নির্দেশে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাহিরপুর উপজেলা মৎস্য অফিসার মো. সারোয়ার হোসেন, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক আহমদ কবির সহ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং টাঙ্গুয়ার হাওর কমিউনিটি গার্ড এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জব্দকৃত নিষিদ্ধ ১১টি কোনাজাল ও ৫ চায়না দুয়ারি জাল উপজেলা মৎস কর্মকর্তার হেফাজতে রাখা হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি বলেন, শ্রদ্ধেয় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্যার এর নির্দেশে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুসারে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।