বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার কক্সবাজার:: এসএএও, শিক্ষক-শিক্ষিকা, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, তথ্য সেবা কর্মকর্তা, সাংবাদিক, ইমাম/পুরোহিত, এনজিও কর্মী ও কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ২ ব্যাচে ০৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
সোমবার (২০-২২ জানুয়ারি) প্রতিদিন সকাল ১০থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা রিসোর্স সেন্টার, মহেশখালী উপজেলা কৃষি অফিসারের সহযোগিতায় অনুষ্ঠিত হয় ।
বাস্তবায়নে ছিলেন, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) কৃষি মন্ত্রণালয়ের অধিনে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান অংগ) ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. দীপক কুমার প্রামানিক প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভা.) আনোয়ার হোসেন, কৃষি মন্ত্রণালয়ের ফলিত পুষ্টির বারটানের প্রশিক্ষক ছামিয়া মাহবুবা ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা কাউসার আহমেদ ।