খেলাধুলাফুটবল

সেমিফাইনাল থেকে নতুন বল

বিবিএস স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের উন্মাদনা শেষের পথে। ইতোমধ্যে পেরিয়ে গেছে ২১ দিন। আর মাত্র চারটি ম্যাচ, দুটি সেমিফাইনাল, একটি ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। নতুন লড়াইয়ে দলগুলো নতুন বলে খেলার সুযোগ পাচ্ছে।

কাতার বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের জন্য নতুন বল উন্মুক্ত করেছে ফিফা। বলের নাম দেওয়া হয়েছে, ‘আল হিল্‌ম’। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ব্যবহৃত বলের নাম ছিল ‘আল রিহলা’।

বিখ্যাত পর্যটক ইবনে বতুতার ভ্রমণ ও জীবনের গল্প নিয়ে লিখিত বইয়ের নামানুসারে বলের নামকরণ করা হয় ‘আল রিহলা’, যার বাংলা অর্থ ভ্রমণ। নতুন বল ‘আল হিল্‌ম’ এর অর্থ হচ্ছে স্বপ্ন।

বিশ্বকাপের বল তৈরিতে ব্যবহার করা হয়েছে এডিডাসের সর্বাধুনিক প্রযুক্তি। চামড়ায় তৈরি বলগুলোর ভেতরে এক ধরনের সেন্সর লাগানো আছে। কাতার বিশ্বকাপে এটি প্রথমবারের মতো ব্যবহার করা হলেও ২০২১ সালের ফিফা আরব কাপ ও ফিফা বিশ্ব ক্লাব কাপ ফুটবলে এটি ব্যবহার করা হয়েছিল। বলের নিখুঁত গতিবিধি পর্যবেক্ষণের জন্য এর ভেতরে ৫০০ হার্জ আইএমইউ সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বলগুলো চলতি বিশ্বকাপে খুব দ্রুত ও নির্ভুল তথ্য সরবরাহে কার্যকর প্রমাণিত হয়েছে। খেলোয়াড়দের অবস্থানের তথ্য নির্ভুলভাবে প্রেরণের পাশাপাশি এটা ভিডিও ম্যাচ কর্মকর্তাদেরও তাৎক্ষণিক তথ্য সরবরাহে ভূমিকা রেখেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button