বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
এনামুল কবির সবুজ স্টাফ রিপোর্টার।।
যশোরের চৌগাছা উপজেলার অন্যতম অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এবং সংগঠনের জগদীশপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ কামরুল হাসান এর উদ্যোগে চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়ন মাড়ুয়া গ্রামের ‘ঢাকা প্রি ক্যাডেট স্কুলে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০:৩০ মিনিট থেকে রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে এই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। “স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রান” এই স্লোগানকে বাস্তবে রূপান্তরিত করতে এসময় তারা ১৫০+ জনকে ফ্রি ব্লাড গ্রুপিং করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, জগদীশপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ কামরুল হাসান, সম্রাট হোসেন, রাকিব হোসেন, শাহারিয়ার নাফিজ, মোঃ লিমন হোসেন, মোঃ রিয়াদ জিহাদি, রাকিবুল ইসলাম রনি, ইসমাইল হোসেন, খালিদ হাসান, আলিফ, মোঃ সোহাগ হোসেন, মোঃ ইমামুল হোসেন, মোঃ রিফাত হোসেন, মোঃ সাইম ইসলাম, আরো উপস্থিত ছিলেন কপোতাক্ষ ক্লিনিক এর ল্যাব ইনচার্জ মোঃ আকরাম হোসেন সহ-প্রমুখ।
“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে ধারণ করে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ ও মানব কল্যাণে সব সময় কাজ করে চলেছে এবং অদূর ভবিষ্যতেও এই সকল কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।
——–