মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:১০ অপরাহ্ন
মিরসরাই প্রতিনিধি:- মীরসরাইয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সেতু”র প্রাথমিক শিক্ষা সমাপনী মেধা বৃত্তি পরীক্ষা -২৪” গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষায় উপজেলার মায়ানী,হাইতকান্দি, ওয়াহেদপুর এবং সাহেরখালী ইউনিয়নের পঞ্চম শ্রেণির ৩২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৯ টি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে লিখিত পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।https://bbsnews24.com
উপজের নেতৃস্থানীয় সম্মানীত গুণী শিক্ষকবৃন্দ, সবার উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠে পরীক্ষা কেন্দ্র। সম্মানীত শিক্ষকবৃন্দ এবং সম্মানীত অভিভাবকবৃন্দের জন্য আলাদা বসার জোন ছিল যা আয়োজনে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতকরণে অনবদ্য ভূমিকা রেখেছে।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ অসীম কুমার বড়ুয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাবু স্বর্ণকমল বড়ুয়া ও প্রাক্তন সাধারণ সম্পাদক বাবু তমাল কান্তি বড়ুয়া, বাবু সৌরভ বড়ুয়া, আহ্বায়ক প্রভাষক স্বাগতম বড়ুয়া, যুগ্ন আহ্বায়ক শিক্ষক বাবুলাল বড়ুয়া,পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষক রাজেষ বড়ুয়া, আহবায়ক কমিটির সদস্য শিক্ষক সুমন বড়ুয়া সহ প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ।
আহ্বায়ক কমিটির সদস্য সচিব শিক্ষক রিগান বড়ুয়া জানান, প্রতিযোগিতামূলক এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও শিক্ষোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রেখে কর্মপরিধি আরো বিস্তৃত করা হবে।
সংগঠনের সভাপতি সৈকত বড়ুয়া ও সাধারণ সম্পাদক হৃদয় বড়ুয়ার নেতৃত্বে সকল সদস্য নিরলস পরিশ্রমের মাধ্যমে সেতু প্রাথমিক শিক্ষা সমাপনী মেধা বৃত্তি পরীক্ষার আয়োজনে অগ্রণী ভূমিকা পালন করেন।
উক্ত সমাপনী মেধাবৃত্তি পরীক্ষা -২৪ এর ফলাফল আগামী ০৭ ডিসেম্বর শনিবারকরা ঘোষণা হবে।