জাতীয়

স্মার্ট বাংলাদেশ গঠনে নারীরা অনন্য ভূমিকা রাখবে: স্পিকার

রবিবার (৫ মার্চ) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘স্মার্ট ওমেন: স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস (আইডিয়া) ফাউন্ডেশন এ সেমিনারের আয়োজ করে।

বিবিএস নিউজ ডেস্ক: দক্ষতা ও মেধা দিয়ে কাজের ক্ষেত্রে নারীদের সক্ষমতা অর্জন করতে হবে মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় নারীদের পারদর্শী হতে হবে। স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট নারীরা অনন্য ভূমিকা রাখবে।

রবিবার (৫ মার্চ) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘স্মার্ট ওমেন: স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস (আইডিয়া) ফাউন্ডেশন এ সেমিনারের আয়োজ করে।

স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ রয়েছে উল্লেখ করে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘পরিবার, সমাজ ও দেশের সব ক্ষেত্রে নারীর প্রতি সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। তবেই অনগ্রসরতা দূর করে এগিয়ে যাবে নারীরা।’

এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে নারীদের ভূমিকা প্রসঙ্গে স্পিকার বলেন, ‘টেকসই উন্নয়ন নিশ্চিতে অন্তর্ভুক্তিমূলক এবং লিঙ্গ বৈষম্যহীন উন্নয়নের দিকে নজর দিতে হবে। নারীদের এগিয়ে যাওয়ার অনুকুল পরিবেশ তৈরি করতে সব ধরনের আইনি সহযোগিতা দেওয়া প্রয়োজন।’

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। এতে সভাপতিত্ব করেন আইডিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সাবেক সচিব কাজী এম আমিনুল ইসলাম।

সংসদ সদস্যরা ছাড়া অনুষ্ঠানে আরও ছিলেন– আইডিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং প্রাক্তন মুখ্য সচিব ও মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব নাসিমা বেগম, আইডিয়া ফাউন্ডেশনের সেক্রেটারি ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক এবং বাংলাদেশ হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ফরিদা ইয়াসমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button