মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
অবশেষে জুটির বিচ্ছেদ ঘটাতে সক্ষম হলো বাংলাদেশ। তার আগেই ১০৪ রানের পার্টনারশিপে দলকে খেলায় ফেরান আফগানিস্তানের বর্তমান ও সাবেক অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি ও মোহাম্মদ নবি।
২০ ওভারে ৭১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল আফগানিস্তান। সেই অবস্থা থেকে দলের হাল ধরেন বর্তমান ও সাবেক অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি ও মোহাম্মদ নবি।
এই দুই তারকা ক্রিকেটারের ব্যাটে প্রাথমিক বিপর্যয় সামলিয়ে দারুণভাবে খেলায় ফেরে আফগানিস্তান। দলকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করেন হাশমতউল্লাহ ও মোহাম্মদ নবি।
বুধবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট দল।
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।