বিনোদন

‘হেরা ফেরি’তে ভিলেন হচ্ছেন সঞ্জয় দত্ত

বলিউড তারকা সঞ্জয় দত্ত মানেই যেন ভিন্নরকম উন্মাদনা। এখন পর্যন্ত বহু সিনেমায় তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেছেন।

বিবিএস বিনোদন প্রতিনিধি: তার অভিনীত সিনেমাগুলো প্রশংসিতও হয়েছে। পাশাপাশি ভিলেনের ভূমিকায় কম যান না ‘সঞ্জু বাবা’খ্যাত এই অভিনেতা। ‘অগ্নিপথ’ কিংবা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ প্রতিটি সিনেমায় তাকে ভিলেনের ভূমিকায় দেখে অবাক হয়েছেন খোদ সমালোচকরা।

এদিকে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, আবারও ভিলেনের ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে মূলত এই আলোচনা শুরু হয়। কিছুদিন আগে ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া ইন্টারভিউতে এই অভিনেতা জানান, ‘ফির হেরা ফেরি থ্রি’ সিনেমায় তাকে ভিলেনের ভূমিকায় দেখা যাবে। এ বিষয়ে তিনি বলেন, ‘ফির হেরা ফেরি সিনেমায় আমাকে ভিলেনের ভূমিকায় দেখা যাবে। ইতোমধ্যে বেশ কিছু এন্টি হিরো সিনেমায় অভিনয় করেছি। কিন্তু প্রতিটি চরিত্রেই রয়েছে ভিন্নতা। অনেকেই হয়তো একটা সময় আমাকে নায়কের ভূমিকায় দেখতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু সেই ছায়া থেকে বেরিয়ে আসার চেষ্টা আমার অনেক দিনের।
এখন ভিলেন চরিত্রে অভিনয়, আমার কাছে ভালোই লাগে। ৪০ বছর পরও আমি ভিন্ন ঘরানার চরিত্রে অভিনয় করতে চাইব। সেটি হিরো কিংবা এন্টি হিরো চরিত্র যাই হোক না কেন।

Google News বিবিএস নিউজ 24’র খবর পড়তে ফলো করুন

এদিকে গত সপ্তাহের মঙ্গলবার থেকে মুম্বাইয়ের এমপায়ার স্টুডিওতে শুটিং শুরু হয়েছে ‘হেরা ফেরি ৩’-এর। জানা গেছে, এই ছবির মাধ্যমে আবার পর্দায় এক সঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালকে।

এ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি। নভেম্বরে শোনা গিয়েছিল ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে গিয়েছেন অক্ষয় কুমার। অক্ষয় কুমার রাজি না হওয়ায় রাজুর চরিত্রে প্রস্তাব দেওয়া হয়েছিল কার্তিক আরিয়ানকে।

ছবিতে কার্তিক আরিয়ানকে নেওয়ার খবর ছড়িয়ে পড়ায় সোশ্যাল মিডিয়ায় অক্ষয় ভক্তরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা রাজু চরিত্রে অক্ষয় কুমারের বদলে অন্য কাউকে মানতে রাজি নন, সেটা পরিষ্কার হয়ে যায়। এরপর প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা আবারও অভিনেতার সঙ্গে মিটিংয়ে বসেন। অবশেষে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির খাতিরে অক্ষয়কে রাজি করান প্রযোজক।

জানা গেছে, প্রথম দুটো ভাগের মতোই তৃতীয় ভাগও হবে হাসির ছবি। ছবির মুক্তি কবে হবে, তা এখনও জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button