বিনোদন
১০০ কোটির ক্ষতিপূরণ মামলা করলেন নওয়াজুদ্দিন, আসামী স্ত্রী ও ভাই


দাম্পত্য কাজিয়া নিয়ে স্ত্রী আলিয়া সিদ্দিকির সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকির। প্রতিদিনই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করছেন। এবার স্ত্রী আলিয়া সিদ্দিকি ও ভাই শামসুদ্দিন সিদ্দিকির ওরফে শামাসের নামে মানহানির মামলা করলেন অভিনেতা।
ভাবমূর্তি নষ্টের চেষ্টা চালানোর অভিযোগ এনে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন নওয়াজ। খবর বলিউড হাঙ্গামার। ৩০ মার্চ অভিযোগটির শুনানি অনুষ্ঠিত হবে।
নওয়াজ তাঁর আবেদনে আদালতকে জানিয়েছেন, আলিয়া ও শামসুদ্দিন তাঁর বিরুদ্ধে যে মিথ্যা প্রচর চালাচ্ছেন তা বন্ধ করতে হবে। পাশাপাশি ওই পিটিশনে নওয়াজ জানিয়েছেন ২০১৮ সালে শামাস তাঁর ম্যানেজার হিসেবে কাজ করার সময় কিছু যৌথ সম্পত্তি কেনা হয়েছিল, তা পরে অভিনেতা জানতে পারেন পুরোটাই শামাস নিজের নামে কিনে রেখেছে।