১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ


কুয়াকাটা সংবাদদাতাঃ-পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মৎস্য বন্দর আলীপুর ও কুয়াকাটা থেকে এদের দুজনকে আটক করা হয়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবূল খায়ের সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
মাননীয় পুলিশ সুপার, পটুয়াখালী জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পটুয়াখালী জনাব আহমাদ মাঈনুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার, কলাপাড়া সার্কেল, পটুয়াখালী জনাব আবুল কালাম আজাদ মহোদয়ের তদারকিতে এবং পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব খোন্দকার মোঃ আবুল খায়ের, অফিসার ইনচার্জ, মহিপুর থানা, পটুয়াখালী এর নেতৃত্বে পৃথক অভিযানে-
মহিপুর থানার এসআই (নিঃ) আসাদুজ্জামান জুয়েল, এএসআই (নিঃ) মোঃ ইব্রাহীম, এএসআই (নিঃ) সাধন কুমার পাল, কং/৩৪৫ মোঃ ইব্রাহীম, কং/২৬৬ মোঃ তরিকুল ইসলাম, কং/৫০৯ মোঃ আজিজুল হক অদ্য ৩০-১০-২০২২ খ্রিঃ তারিখ সন্ধ্যা ১৯.৩০ ঘটিকার সময় মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের আলীপুর সাকিনস্থ ধৃত আসামী মোঃ শহিদ এর টিনসেট বসত ঘরের পশ্চিম পাশের বেড়ার সাথে আসামী ১। মোঃ শহিদ (৪২), পিতা-মোঃ নুরু মোল্লা, মাতা-রোশনা বেগম, সাং-আলীপুর, ইউপি-লতাচাপলী, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী’র দখল ও নিয়ন্ত্রন হইতে নীল রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ৯১২(নয়শত বার) গ্রাম গাঁজা, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৯১,২০০/- (একানব্বই হাজার দুইশত) টাকা উদ্ধার করা হয়। উক্ত বিষয়ে মহিপুর থানার মামলা নং-১৩, তারিখ-৩০-১০-২০২২খ্রিঃ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৯(ক) রুজু করা হয়েছে।
অপর একটি অভিযানে এসআই (নিঃ) মোঃ আঃ রব খান, এএসআই (নিঃ) মিলন চন্দ্র, এএসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর হোসেন, কং/৫১৭ মোঃ আবজাল, কং/৩৫৩ মোঃ নাইম অদ্য ৩০-১০-২০২২ খ্রিঃ তারিখ সন্ধ্যা ১৯.৩০ ঘটিকার সময় মহিপুর থানাধীন কুয়াকাটা পৌরসভার ০৩নং ওয়ার্ডস্থ সী-বীচ সংলগ্ন মীরা বাড়ির সামনে ভেরিবাঁধের উপর আসামী ১। মোঃ জাকির হোসেন মোল্লা (২৭), পিতা-মোঃ মোতাচ্ছের মোল্লা, সাং-মেলাপাড়া, ওয়ার্ড নং-০৪, কুয়াকাটা পৌরসভা, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী’র দখল ও নিয়ন্ত্রন হইতে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০(একশত) গ্রাম গাঁজা, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ১০,০০০/- (দশ হাজার) টাকা উদ্ধার করা হয়। উক্ত বিষয়ে মহিপুর থানার মামলা নং-১৪, তারিখ-৩০-১০-২০২২খ্রিঃ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৯(ক) রুজু করা হয়েছে।