মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
আফগানিস্তানের বিপক্ষে দারুণ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ ওভারের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ১১৮ রান।
দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ। ৪৮ ও ২২ রানে ব্যাট করছেন শান্ত-মিরাজ।
২৩৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ১২ রানে ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬৫ রানে আরেক ওপেনার সৌম্য সরকারও আউট হন। এরপর হাল ধরেন শান্ত-মিরাজ।
বুধবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২৩৫ রানে অলআউট হয় আফগানিস্তান।