মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
আফগানিস্তানের বিপক্ষে ২৩৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ ক্রিকেট দল।
ওপেনার তানজিদ হাসান তামিম দলীয় ৩.১ ওভারে মাত্র ৩ রানে গজানফরের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তানজিদ।
বৈচিত্র্যময় বোলার হিসেবে এরই মধ্যে পরিচিত পেয়ে গেছেন আল্লাহ গজানফর। তানজিদ হাসান এই অফ স্পিনারের প্রথম শিকার হলেন।
বুধবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২৩৫ রানে অলআউট হয় আফগানিস্তান।
ইনিংসের শুরু থেকেই কঠিন চাপের মুখে ছিল আফগানরা। ৩৫ রানে ৫ উইকেট হারানো আফগানিস্তান ৭০ রানে হারায় পঞ্চম উইকেট।
সেই অবস্থা থেকে দলকে টেনে চ্যালেঞ্জিং স্কোর উপহার দিতে অগ্রণী ভূমিকা রাখেন আফগানিস্তানের বর্তমান ও সাবেক দুই অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি ও মোহাম্মদ নবি। তাদের ১০৪ রানের জুটি কারণেই দুইশ ছাড়িয়ে আড়াইশ রানের দোর গোড়ায় গিয়ে পৌঁছায় আফগানিস্তান।