শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি::
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অত্যাধুনিক সুসজ্জিত নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ২৫ ফেব্রুয়ারি সকাল ১১ টায় পরিষদের পুরাতন ভবনের পেছনের ৫ তলা বিশিষ্ট নবনির্মিত ভবনটিকে ফিতা কেটে উদ্বোধন করেন। পরে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ ও পবিত্র বাইবেল পাঠের মাধ্যমে ফলক উন্মোচন করা হয়। এরপর পার্বত্য উপদেষ্টা ভবনটি ঘুরে দেখেন ।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় পরিষদের সকল সদস্য ও কর্মকর্তারা অংশ নেন। জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় এ ভবনটি। আধুনিক সুযোগ-সুবিধা সম্মিলিত সদস্যদের জন্য রাখা হয়েছে আলাদা আলাদা রুম। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী সুমন চৌধুরী, জেলা পরিষদের সকল সদস্য, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী প্রদীপদ চাকমাসহ জেলা পরিষদের কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঠিকাদারবৃন্দ।
এ সময় নতুন ভবন উদ্বোধনের ফলে পরিষদের সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং জেলা পরিষদ হস্তান্তরিত বিভাগীয় প্রধানদের জন্য পরিষদের বসার কক্ষের যে সংকট ছিল এবং সেবা গ্রহীতাদের জন্য বসে থাকার কক্ষের ঘাটতি ছিল, তা কিছুটা হলেও দূর হবে বলে আশা প্রকাশ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।