জাতীয় সমাজ কল্যান পরিষদের ৯ম কোর্সের উদ্বোধন


মহিদুল ইসলাম শাহীন, খুলনা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদের উদ্যোগে “সমাজকল্যাণ মুলক সংগঠনের ব্যবস্হাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন ” শীর্ষক ৯ তম কোর্সের ৫ দিন ব্যাপি প্রশিক্ষণ কোর্স রবিবার সকাল সাড়ে ৮ টায় ট্রেনিং অনুষ্ঠিত হয়। জাতীয় সমাজ কল্যাণ পরিষদের ২২৪/১ নিউ ইস্কাটন ঢাকায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী কোর্সের সভাপতিত্ব করেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের (উপসচিব) অতিরিক্ত পরিচালক মোঃ মুখলেসুর রহমান। প্রশিক্ষণ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের (যুগ্ম সচিব) নির্বাহী সচিব মোঃ শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সমাজ কল্যান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নজরুল ইসলাম,সমাজকল্যাণ পরিষদের উপপরিচালক (মুল্যায়ন) এবং ট্রেনিং কোর্সের সমন্বয়কারী ফারহানা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এর অধ্যাপক ড, তাহমিনা আখতার প্রমুখ। এসময়ে ৮ বিভাগের ৩৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনের ৩৫ জন সমাজকর্মী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। অন্য দিকে সোমবার সকাল সাড়ে ৭ টায় দ্বিতীয় দিনের কোর্স অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষণ কোর্স প্রদান করেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের যুগ্ম সচিব ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব মোঃ সারওয়ার হোসেন,বাংলাদেশ স্হল বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান চৌধুরী,জাতীয় সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক ড,আবু সালেহ মোস্তফা কামাল,জাতীয় সমাজকল্যান পরিষদের অতিরিক্ত পরিচালক মোঃ মুখলেসুর রহমান,নির্বাহী সচিব (যুগ্ম সচিব) মোঃ শহিদুল ইসলাম,যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোস্তফা কামাল মজুমদার,বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ হারুনার রশীদ প্রমুখ।