চট্টগ্রাম

খাগড়াছড়ি আসনে মনোনয়ন ফরম কিনলেন দুইবারের এমপি কুজেন্দ্রলাল ত্রিপুরা

আসন্ন জাতীয় নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি আসনে দুইবার নির্বাচিত আওয়ামীলীগের প্রার্থী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি

শারমিন সরকার বৃষ্টি, খাগড়াছড়ি প্রতিনিধি: আসন্ন জাতীয় নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি আসনে দুইবার নির্বাচিত আওয়ামীলীগের প্রার্থী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সোমবার (২০ নভেম্বর ২০২৩)সকাল ১১ টায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে খাগড়াছড়ি

আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপির পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী’র নেতৃত্বে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কল্যান মিত্র বড়ুয়া,
যুগ্ম সাধারণ সম্পাদক এড. আশুতোষ চাকমা, আব্দুল জব্বার,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা পরিষদের সদস্য নিরুউৎপল খীসা,খোকনেশ্বর ত্রিপুরা, মাইনউদ্দিন,দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ দপ্তর সম্পাদক নুরুল আজমসহ জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দরা।

বিষয়টি নিশ্চিত করেন সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন- খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসন থেকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি,র মনোনয়নপত্র সংগ্রহ করেছি আমরা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,২০ নভেম্বর২০২৩
আজ ৩.২০ মিনিটে দলীয় কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেওয়া হবে,আমাদের জেলা আওয়ামীলীগ ও সকল উপজেলা আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের প্রার্থী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি,আমাদের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের তৃণমূলের ভালোবাসার প্রার্থী এবং আমাদের খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপিকে তৃতীয় মেয়াদে নৌকা দিবেন,আমরা ওনাকে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী কে আসনটি উপহার দেবো,জয় বাংলা জয় বঙ্গবন্ধু,

এর আগে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেন।খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসন থেকে টানা দুইবার এমপি পদে নির্বাচিত হয়েছে কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button