শাহিন হাওলাদার /স্টাফ রিপোর্টার :
বরিশালের গৌরনদী পৌরসভার প্যানেল মেয়র, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ বকতিয়ার হাওলাদার (৪৭) বুধবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে দিয়াশুর গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ যোহর মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম দিলীপ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমীন হাওলাদার,তৃনমূল বরিশাল শাখা সভাপতি শাহিন হাওলাদার ‘ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়াসহ উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।