আসাদুজ্জামান আসাদ,কলারোয়া সাতক্ষীরাঃ
বছরের প্রথম দিনেই সকল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্যোগ গোটা বিশ্বে নজির স্থাপন করেছে।
বই বিতরণের এই ধারাবাহিক কর্মসূচি ইতোমধ্যে এক নজিরবিহীন বই উৎসবে পরিণত হয়েছে।
কলারোয়া আলিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে তারই ধারাবাহিকতায় বই বিতরণ করা হয়েছে । মাদ্রসার হল রুমে বুধবার বেলা ১১টায় বই বিতরণ উৎসব অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন (ভারপ্রাপ্ত) প্রিন্সিপল বজলুল রহমান, উক্ত অনুষ্ঠানে মাদ্রসা পরিচালনা পরিষদের সভাপতি যোদ্ধাকালিন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দিয়িত্ব (প্রাপ্ত) সহকারি কমিশনার ভূমি আকতার হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সাবেক অধ্যাক্ষ মাওলানা আইয়ুব আলী, উপজেলা সাংবাদি পরিষদের সভাপতি ও কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,এ্যাডঃ কামাল রেজা, অভিভাবক আবু সাঈদ, শেখ রকিব,মিজানুর রহমান প্রমূখ।