স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় রূপসা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে বই বিতরন অনুষ্ঠান গত ১ জানুয়ারী সকালে অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ও কাজদিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বই বিতরন অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, কৃষি কর্মকর্তা ফরিদুজ্জামান। স্বাগত বক্তৃতা করেন শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম। সহকারী শিক্ষক ফারহানা আফরোফ রিতার পরিচালনায় বক্তৃতা করেন যুব উন্নয়ন কর্মকর্তা মো: আবু বকর মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, ইউআরসি ইন্সট্রাক্টর মোসলেম আলী, বিদ্যালয়ের এসএমসির সভাপতি হাবিবুর রহমান প্রমুখ। তাছাড়া কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরন অনুষ্ঠান সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, অধ্যক্ষ বিশ^নাথ ভট্টাচার্য। এছাড়া সামন্তসেনা দারুচ্ছুন্নাৎ দাখিল মাদ্রাসায় বই বিতরন অনুষ্ঠান সকাল ১১.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। বক্তৃতা করেন বিদ্যালয়ের এসএমসির সভাপতি মো: ইলিয়াজ শেখ, অধ্যক্ষ মাও: শফিউদ্দিন নেছারী, হোসাইন কবীর সজল, আ: হান্নান, মারুফ মোড়ল, হাবিবা শারমিন, মাফুজা, ব্রজেন দাশ প্রমুখ।তাছাড়া পুটিমারী আবুল কালাম আজাদ স্মৃতি কিন্ডার গার্টেন স্কুলে বই বিতরন অনুষ্ঠান সকাল ৯ টায় বিদ্যালয়ের এসএমসির সভাপতি মুক্তিযোদ্ধা শাহাজান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মনিরুল ইসলাম ফকির, আক্কাজ আলী খান, জামিল মুন্সী, আ: হালিম খান, আকবার শেখ, উকিল মোল্লা, আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক মো: রাজিব মোল্লা, জুয়েল লস্কর, রেহেনা পারভীন, সুমী আক্তার, লিতুনজিরা, ইরানী খাতুন, সরদার জসিম উদ্দিন প্রমুখ। এছাড়া আনন্দনগর দক্ষিনপাড়া ইবতেদায়ী মাদ্রাসায় বই বিতরন অনুষ্ঠান বিদ্যালয়ের এসএমসির সভাপতি মাও: আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা। বক্তৃতা করেন শিক্ষক ফ ম জয়নাল আবেদন, মুহাতারুল ইসলাম, ওয়াজেদ আলী শিকদার, আবুল কালাম আজাদ, মোল্লা ফরহাদ হোসেন, মো: নাসির উদ্দিন, হাফেজ মিজানুর রহমান, মাও: মাসুদুর রহমান, সাবরিনা শাবনুর নিশা প্রমুখ। এছাড়া আলাইপুর আদর্শ কিন্ডার গার্টেন স্কুলে বই বিতরন অনুষ্ঠান সকাল ৯.৩০ মিনিটে অনুষ্টিত হয়। বিদ্যালয়ের এসএমসির সভাপতি মোল্লা ফরহাদ হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোল্লা নাজির হোসেন, আল মামুন শিকদার, ইউপি সদস্য সাজ্জাদ হোসেন শাকিল, শিক্ষক বিকাশ কুমার দত্ত, জরিনা খাতুন, মরিয়াম খাতুন প্রমুখ। রূপসা উপজেলায় প্রাথমিক ও কিন্ডার গার্টেন স্কুল সহ ১১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন পাঠ্য পুস্তক বই বিতরন করা হয়।