ময়মনসিংহ বিভাগের সুযোগ্য বিভাগীয় কমিশনার জনাব খোন্দকার মোস্তাফিজুর রহমান স্যার আজ শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন।
শেরপুর জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব আনার কলি মাহবুব স্যার কমিশনার স্যারকে স্বাগত জানান। এ সময় স্থানীয় সরকারের উপ পরিচালক জনাব এ টি এম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব এ, বি, এম, এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব তোফায়েল আহমেদ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব নমিতা দে, উপজেলা নির্বাহী অফিসার শেরপুর সদর জনাব ফিরোজ আল মামুন সহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও কমিশনার স্যার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল, ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ এর স্থাপত্যশৈলী দেখে সন্তোষ প্রকাশ করেন। ফেরার পথে মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে স্থাপিত ‘কাউন্ট ডাউন ঘড়ি’ কার্যক্রমের তদারকি করেন।
কমিশনার স্যারের শেরপুর জেলায় আগমন উপলক্ষে জেলা প্রশাসন, শেরপুর এর পক্ষ থেকে স্যারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।